জাতীয় কন্যা শিশু দিবসে ‘কেমন আছে বাংলাদেশের কন্যা শিশু’ বিষয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, সকাল ১১টায়, সমাজ বিকাশ পাঠাগার, ৩ কমরেড মণি সিংহ সড়কস্থ মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন ট্রাস্ট বোর্ড সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ-এর সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। মূখ্য আলোচক ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্য ডা. মাখমুদা নার্গিস রত্না, এ্যাড. দীপ্তি সিকদার ও অধ্যাপক ড. নিতাই কান্তি দাস।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন, অধ্যাপক নেয়ামুল হক, কৃষি ব্যাংকের সাবেক ডিএমডি জয়নাল আবেদীন, সাবেক ব্যাংকার এ বি এম শহিদুল হক এবং ট্রাস্ট সভাপতি শেখর দত্ত প্রমুখ। সভা সঞ্চালনা করেন বাংলা ধরিত্রী প্রকাশনীর প্রধান নির্বাহী দিলওয়ার হোসেন।
আলোচনায় বক্তরা কন্যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অনুকূল পরিস্থিতি ও সুযোগের প্রয়োজনীয়তার কথা বলেন। তারা আমাদের সমাজের কন্যা শিশুদের বেড়ে ওঠার নানা প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করেন। কন্যা শিশুদের মেধা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক সহযোগিতা সমর্থন আরো জোরদার করার আহ্বান জানান। কন্যা শিশুরা তাদের সমঅধিকার পেলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে অনেক অবদান রাখতে পারবে।
কন্যা শিশুদের যথাযথভাবে গড়ে ওঠার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি সামাজিক শক্তিরও প্রয়োজন রয়েছে। যুগোপযোগী আইন-কানুন প্রণয়ন এবং আইনের যথাযথ বাস্তবায়ন অত্যাবশ্যকীয়।