ন্যানো প্রযুক্তিতে রঙের সংযোজন করে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন লুইস ই ব্রাস, মুঙ্গি জি বাওয়েন্দি এবং অ্যালেক্সি ই একিমোভ। সুইডেনের রয়্যাল সাইন্স অ্যাকাডেমিতে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
নোবেল কমিটি জানায়,ন্যানো প্রযুক্তিতে রঙের সংযোজনের কারণে তাদের নোবেল দেওয়া হয়েছে। তাদের এই উদ্ভাবনের সুফল উপভোগ করছেন বিশ্বের কোটি কোটি মানুষ। টেলিভিশন স্ক্রিন থেকে শুরু করে এলইডি লাইট, সবকিছুতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে জন্ম নেওয়া লুইস ই ব্রাস যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। বাওয়েন্দির জন্ম ১৯৬১ সালে, ফ্রান্সে। তিনি যুক্তরাষ্ট্রের এমআইটিতে অধ্যাপনা করছেন। আর অ্যালেক্সেই একিমোভ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ন্যানো প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। ১৯৪৫ সালে রাশিয়ায় জন্ম তার।
অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়। তাই সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার রসায়নে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।
চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য ও শান্তি পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি ডিনামাইট উদ্ভাবক নোবেল এর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।