ঢাকা, সোমবার,২৩ ডিসেম্বর ২০২৪

তিন বিজ্ঞানীর পদার্থবিজ্ঞানে নোবেল জয়

তিন বিজ্ঞানীর পদার্থবিজ্ঞানে নোবেল জয়

 

মধ্যপথ ডেস্ক

২০২৩ সালে পদার্থবিজ্ঞানে তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। আলোর ফ্ল্যাশে ইলেক্ট্রন নিয়ে গবেষণাযর জন্য এ পুরস্কার পান ওহাইও বিশ্ববিদ্যালয়ের অধ্যপাক পিয়েরে আগস্তিনি, সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যান লিহুইলার ও মিউনিখের ম্যাক্সিমিলান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরেন্স ক্রস। আজ সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, আলোর অ্যাটোসেকেন্ড পালস জেনারেশনের পরীক্ষামূলক প্রক্রিয়া আবিষ্কার করেন পুরস্কার জয়ী বিজ্ঞানীরা। ইলেক্ট্রন ডায়নামিকস গবেষণায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। 

গত বছর পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম প্রযুক্তির একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করায় অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট নোবেল পুরস্কার পান।

অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়। তাই সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার রসায়নে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।  ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। 

চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য ও শান্তি পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি ডিনামাইট উদ্ভাবক নোবেল এর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।