সংরক্ষণ
অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ খাত থেকে সম্পদ জোগানের চাপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ—এসব চাপ সামলে এনবিআর যেন কিছুতেই শুল্ক-কর আদায়ের লক্ষ্য অর্জন করতে পারছে না।
এনবিআরের সাময়িক হিসাবে, চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে চার হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় ঘাটতি হয়েছে। জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। এই সময়ে আদায়ের লক্ষ্য ছিল ৫০ হাজার ৩২১ কোটি টাকা।
চলতি অর্থবছরে এনবিআরের জন্য সব মিলিয়ে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, তিন খাতের মধ্যে শুধু শুল্ক আদায়ে লক্ষ্য পূরণ হয়েছে। দুই মাসে এ খাতে ১৬ হাজার ১৭৭ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ১৬ হাজার ১৯২ কোটি টাকা আদায় হয়েছে। এ ছাড়া আয়কর খাতে ১২ হাজার ১০০ কোটি টাকা আদায় হয়েছে। এ ক্ষেত্রে ঘাটতি হয়েছে ২ হাজার ৯৫৮ কোটি টাকা। ভ্যাট খাতে ঘাটতি ১ হাজার ১৪৪ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি টাকা।