ঢাকা, সোমবার,২৩ ডিসেম্বর ২০২৪

২ মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার কোটি টাকা

২ মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার কোটি টাকা

সংরক্ষণ

অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অভ্যন্তরীণ খাত থেকে সম্পদ জোগানের চাপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপএসব চাপ সামলে এনবিআর যেন কিছুতেই শুল্ক-কর আদায়ের লক্ষ্য অর্জন করতে পারছে না।

এনবিআরের সাময়িক হিসাবে, চলতি ২০২৩২৪ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে চার হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় ঘাটতি হয়েছে। জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। এই সময়ে আদায়ের লক্ষ্য ছিল ৫০ হাজার ৩২১ কোটি টাকা।

চলতি অর্থবছরে এনবিআরের জন্য সব মিলিয়ে লাখ ৩০ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, তিন খাতের মধ্যে শুধু শুল্ক আদায়ে লক্ষ্য পূরণ হয়েছে। দুই মাসে খাতে ১৬ হাজার ১৭৭ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ১৬ হাজার ১৯২ কোটি টাকা আদায় হয়েছে। ছাড়া আয়কর খাতে ১২ হাজার ১০০ কোটি টাকা আদায় হয়েছে। ক্ষেত্রে ঘাটতি হয়েছে হাজার ৯৫৮ কোটি টাকা। ভ্যাট খাতে ঘাটতি হাজার ১৪৪ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি টাকা।

আরও পড়ুন