ঢাকা, সোমবার,২৩ ডিসেম্বর ২০২৪

উত্তরের পাঁচ জেলায় বন্যার শঙ্কা

উত্তরের পাঁচ জেলায় বন্যার শঙ্কা

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  বাংলাদেশ অংশের রংপুরসহ ৫ জেলায় তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সে. মি. ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

রংপুর জেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ড ভয়াবহ বন্যার আশঙ্কা থাকায় মাইকিং করছে  তিস্তা পারের মানুষদের সতর্ক করতে । কর্তৃপক্ষ পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে।

তিস্তাপাড়ের আতঙ্কিত মানুষ বন্যার খবর শোনার পর থেকেই বৃষ্টি উপেক্ষা করে আগাম জাতের আমন ধান কেটে চরে রাখে। এদিকে পানি চলে আসায় চর থেকে ধান সরিয়ে নিতে বাধ্য হচ্ছে চাষীরা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের পরিবারদের। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্রে ডালিয়া পাউবো জানিয়েছে, ভারতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ভারতের সিকিম অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গঙ্গাচড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, তিস্তাপাড়ের বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলা হচ্ছে। বন্যা মোকাবিলায় আমরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, তিস্তা অববাহিকায় স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন