আবহাওয়ার পূর্বাভাসের কারণেই শেষ দিন নিয়ে আগাম কিছু বলা কঠিন, কঠিন ম্যাচের ফলাফল অনুমান করা। যদিও গতকাল চতুর্থ দিন শেষে রাওয়ালপিন্ডি টেস্টটা যেখানে গিয়ে ঠেকেছে, সেখান থেকে পাকিস্তানের জয়টাই সবচেয়ে দূরতম ফল বলে মনে হচ্ছে। তার চেয়ে অনেক সহজ বাংলাদেশের জয়। কিন্তু এ দুই সম্ভাবনাকেই ড্রেসিংরুমে বসিয়ে রেখে টেস্টটা শেষ হতে পারে অমীমাংসিত থেকেও। কারণ, পিন্ডির শেষ দিনে আছে বজ্রবৃষ্টির চোখরাঙানি।